বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
Solution
Correct Answer: Option A
- ''বিদ্রোহী'' কবিতাটি কবি নজরুল ইসলামের ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের অন্তর্গত। ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী।
- গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। ‘ধূমকেতুর’ পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেন (১৬ জানুয়ারি, ১৯২৩)।