বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
Solution
Correct Answer: Option C
- যেসব শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিথ হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন:
- কুহু কুহু (কোকিলের রব ),
- টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ) ,
- হু হু (বাতাস প্রবাহের শব্দ)।