বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?

A সাভারে

B চট্টগ্রামে

C মংলায়

D ঈশ্বরদীতে

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্টগ্রাম ইপিজেড’ ১৯৮৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ‘ঢাকা ইপিজেড’ ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশে বর্তমান মোট ইপিজেড –এর সংখ্যা ৮টি।
- সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions