কম্পিউটার কে আবিষ্কার করেন?

A উইলিয়াম অটরেড

B ব্লেইসি প্যাসকেল

C হাওয়ার্ড এইকিন

D আবাকাস

Solution

Correct Answer: Option C

- হাওয়ার্ড আইকেন ও IBM যৌথভাবে 1930 সালে Mark-1 কম্পিউটার আবিষ্কার করেন।
- এটিই ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র।
- এজন্য হাওয়ার্ড আইকেন কে কম্পিউটারের আবিষ্কারক বলে।
- তবে, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions