Solution
Correct Answer: Option B
জীবিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি বা বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি , প্রকৃতি , বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয় সে শাখাকে বংশগতিবিদ্যা বা জীবতত্ত্ব ( জেনেটিক্স) বলে ।
-গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
-১৮৫৬ থেকে ১৮৬৩ সাল পর্যন্ত মেন্ডেল প্রায় ২৯ হাজার মটরশুঁটির ওপর পরীক্ষা চালান। অশেষ শ্রম ও সাধনার বলে তিনি বংশগতির দুটি সূত্র (পৃথকীকরণ সূত্র ও স্বাধীনভাবে সঞ্চারণ সূত্র) আবিষ্কার করেন, যা পরবর্তী সময়ে মেন্ডেলের বংশগতির সূত্র নামে পরিচিত।