Solution
Correct Answer: Option C
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর মোট ৫১টি দেশ নিয়ে জাতিসংঘ সনদ অনুমোদনের মধ্যে দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ(UN)এর বর্তমান সদস্য ১৯৩(সর্বশেষ- দক্ষিণ সুদান)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম আন্তেনিও গুতারেস।
- এর সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।