ণত্ব বিধান সাধারনত কোন শব্দে প্রযোজ্য?

A দেশী

B বিদেশী

C তৎসম

D তদ্ভব

Solution

Correct Answer: Option C

- যে বিধান বা নিয়ম অনুসরণে তৎসম বা সংস্কৃত শব্দে ‘ণ’ (মূর্ধন্য-ণ) ও 'ন' (দন্ত্য-ন) এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে ণত্ব বিধান বলে।
- উল্লেখ্য, খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ণ হয় না।
যেমন - কান, সোনা, কুরআন, গভর্নর, ইরান ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions