The children studied in a class room…… windows were never opened.
Solution
Correct Answer: Option D
- বাক্যের শূন্যস্থানের পূর্বের অংশটির অর্থ হলো শিশুরা একটি কক্ষে অধ্যয়ন করল।
- আর পরের অংশটির অর্থ করা যায়, জানালাগুলো কখনো খোলা হয়নি।
- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun ব্যবহার করতে হবে।
- এখন শূন্যস্থানের পূর্বে room এবং পরে window থাকায় এদের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে।
- আর সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে relative pronoun এর possessive হয় অর্থাৎ whose (যার) হবে।