Solution
Correct Answer: Option C
- উড়োজাহাজের গতির নির্ণায়ক যন্ত্র হল ট্যাকোমিটার।
- ট্যাকোমিটার প্রতি মিনিটে ইঞ্জিনের ঘূর্ণন সংখ্যা (RPM) পরিমাপ করে।
- RPM থেকে, বিমানের গতি নির্ণয় করা হয়।
- ক্রনোমিটারের সাহায্যে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়।
- ওডোমিটার যানবাহনের দূরত্ব পরিমাপ করে।
- ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করে।