ইসলামী সম্মেলন সংস্থার হেড কোয়াটার বা প্রধান কার্যালয় কোথায়?
Solution
Correct Answer: Option B
• ইসলামী সম্মেলন সংস্থা (OIC) এর সদর দপ্তর → সৌদি আরবের জেদ্দায়
• উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদর দপ্তর → রিয়াদে
• ECO এর সদর দপ্তর → ইরানের তেহরানে, বর্তমানে নাম ইসলামী সহযোগী সংস্থা।
• আরব লীগের সদর দপ্তর → মিশরের কায়রোতে।