বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
A বর্ধমান হাউজ
B বাংলা ভবন
C আহসান মঞ্জিল
D চ্যামেলি হাউজ
Solution
Correct Answer: Option A
• ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
• বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস।
• বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম।