২০১১ সালে ভয়াবহ সুনামি হয় কোন দেশে?

A ভারতে

B জাপানে

C তাইওয়ানে

D যুক্তরাষ্ট্রে

Solution

Correct Answer: Option B

সাগরের তলদেশে ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরের বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়ে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে । সুনামির পানির এ ঢেউগুলো একের পর এক আসতেই থাকে, তাকে ওয়েভ ট্রেন বলে।
   - প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি।
   - এটি জাপানি ভাষার শব্দ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions