'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B সতেন্দ্রনাথ দত্ত

C কাজী নজরুল ইসলাম

D জসীম উদ্দীন

Solution

Correct Answer: Option A

-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১ খ্রি.) অন্যতম কাব্য সংকলন হলো 'সঞ্চয়িতা'।
-কবি সত্যন্দ্রনাথ দত্তের (১৮৮২-১৯২২ খ্রি.) উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো 'বেণু ও বীণা', ‘কুহু ও কেকা’, ‘সন্ধিক্ষণ’ ইত্যাদি।
-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬ খ্রি.) কাব্য সংকলন হলো 'সঞ্চিতা'।
-পল্লীকবি জসীমউদ্দীনের (১৯০৩-১৯৭৬ খ্রি). কাব্য হলো 'রাখালী', 'বালুচর', ‘ধানক্ষেত’, ‘মাটির কান্না’, ‘সুচয়নী’ ও 'রূপবতী'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions