বাংলাদেশের উপকূলীয় সীমা কত ?

A ৭১৬ কি.মি

B ৩৪৫ কি.মি.

C ৭৬৬ কি.মি.

D ৪৫৪ কি.মি.

Solution

Correct Answer: Option A

» বাংলাদেশের মোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৮১ কিলোমিটার।
» দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল সীমা রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
» ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের সমুদ্রসীমার অন্তর্ভূক্ত।    
» বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল
» অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions