রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
Solution
Correct Answer: Option D
- রাশিয়ান কুরস্ক নামক সাবমেরিন এর দৈর্ঘ্য ৫০০ ফুট। এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সাবমেরিন।
- সাবমেরিনের ওজন হচ্ছে ২৪০০০ টন।
- এটির গতি ছিলো ঘন্টায় ২৮ নট।
- কুরস্ক সাবমেরিনটি ১৯৯৯ সালে একটি দুর্ঘটনায় ডুবে যায় এবং ১১৮ জন নাবিক নিহত হয়।
- এটি ছিল রাশিয়ান নৌবাহিনীর অত্যাধুনিক সাবমেরিনগুলির মধ্যে একটি।