মেঘনা নদীর উৎপত্তি -

A হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গ

B মিজোরামের লুসাই পাহাড়

C তিব্বতের মানস সরবোর

D পার্বত্য ত্রিপুরা

Solution

Correct Answer: Option B

মেঘনা: আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়। লুসাই পাহাড় ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এটি পাটকাই পর্বতশ্রেণির অংশ।

- পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- ব্রহ্মপুত্র: ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
- হালদা: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্খ।
- সাঙ্গু: সাঙ্গু নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড়ে উৎপন্ন হয়েছে।
- কর্ণফুলী: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions