Solution
Correct Answer: Option A
• প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো- Give in - আত্মসমর্পণ করা; বশ্যতা স্বীকার করা।
• Fall in –ভেঙে পড়া, সারি বেধে দাঁড়ানো।
• Get off- যাত্রা করা, রওনা দেয়া।
• Get forth - উদগীরণ করা, নিঃসৃত করা/হওয়া।
• Give in দিয়েই বাক্যটি অর্থবোধক হয়- 'আমার অনুরোধ সত্ত্বেও সে বশ্যতা স্বীকার করেনি। 'সুতরাং উত্তর ক'।