ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলা হয়?
Correct Answer: Option B
বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ উত্থিত এলাকা। এই গড়ের দক্ষিণাংশ ভাওয়াল গড় এবং উত্তরাংশ মধুপুর গড় নামে পরিচিত। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটি একটি সোপান এলাকা, যা সংলগ্ন প্লাবনভূমির তুলনায় এক থেকে দশ মিটার উঁচু। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালের, যখন বঙ্গীয় অববাহিকা দ্রুত ভরাট হচ্ছিল যদিও এটি প্লাইসটোসিন সময়কালে বর্তমান রূপ লাভ করেছে। মধুপুর গড়ের মোট বিস্তার ৪,২৪৪ বর্গ কিমি।
বরেন্দ্রভূমির মতো মধুপুর গড় কর্তিত নয়, বরং সাতটি ক্ষুদ্র বহিঃস্তূপসহ (outliers) এটি একটি বৃহদায়তনের একক ভূপ্রকৃতি। প্রধান ভাগটি উত্তরে জামালপুরের দক্ষিণ ভাগ থেকে শুরু করে দক্ষিণে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বিস্তৃত।ঢাকা মহানগরীর অধিকাংশই এই গড়ে অবস্থিত।
সাতটি বহিঃস্তূপের মধ্যে চারটি পূর্বদিকে এবং তিনটি উত্তরে অবস্থিত। সবগুলো বহিঃস্তূপই চ্যুতি দ্বারা পৃথক। বাংলাদেশের এই অংশ একাধিকবার উত্থিত হওয়ার ফলে অসংখ্য অনুদৈর্ঘ্য চ্যুতি সৃষ্টি হয়েছে। এসকল চ্যুতির মধ্যে পশ্চিম পার্শ্ব বরাবর বিদ্যমান চ্যুতিসমূহ সর্বাধিক প্রকট। ঢাকা মহানগরীর মিরপুরে, টাঙ্গাইলের ঘাটাইলের কাছে এবং আরও উত্তরে মধুপুরে এসকল চ্যুতি সুস্পষ্টরূপে লক্ষ্য করা যায়।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions