লোকভর্তি হলঘরে শুন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় । কারণ-
A লোকভর্তি ঘরে মানুষের শোরগোল থাকে
B শুন্য ঘর নীরব থাকে
C শুন্য ঘরে শব্দের শোষন কম হয়
D শুন্য ঘরে শব্দের শোষন বেশি হয়
Solution
Correct Answer: Option C
-লোকভর্তি হল ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হওয়ার ফলে শব্দ ক্ষীণ হয়।
-শূন্য ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ বেশি হয়।