Solution
Correct Answer: Option A
- No Fly Zone হচ্ছে বিমান চলাচলে নিষিদ্ধ এলাকা।
- আকাশসীমায় সংরক্ষিত এলাকায় কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না।
- ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত উত্তর ইরাকে এমন একটি No Fly Zone স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বহু দেশেই No Fly Zone রয়েছে যেমন- সিরিয়া, ক্রিমিয়া।