দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়?

A চট্টগ্রাম

B রাজশাহী

C ঢাকা

D রংপুর

Solution

Correct Answer: Option A

চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল
- বন্দর নগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল' চালু হবে।
- মনোরেল প্রকল্প নির্মাণের লক্ষ্যে ১ জুন ২০২৫ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে জার্মানির প্রতিষ্ঠান ওরাসকম ও মিসরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
- প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের সম্ভাব্য তিনটি রুট হচ্ছে:
- লাইন-১ (২৬.৫ কি.মি.): কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত (বহদ্দারহাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে)
- লাইন-২ (১৩.৫ কি.মি.): সিটি গেট থেকে শহিদ বাশিরুজ্জামান স্কয়ার পর্যন্ত (এ. কে. খান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গি বাজার হয়ে)
- লাইন-৩ (১৪.৫ কি.মি.): অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত (মুরাদপুর, পাঁচলাইশ, আন্দরকিল্লা ও কোতোয়ালি হয়ে)।

উল্লেখ্য, ৮ জুন ২০২১ নগরীতে মনোরেল চালু করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রস্তাব দেয় চায়না প্রতিষ্ঠান উইটেক। একই বছরের ১৯ মে মনোরেল চালুর প্রস্তাব করে চীনের আরেকটি প্রতিষ্ঠান উইহায় ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ কোম্পানি লিমিটেড এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের একটি টিম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions