আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-
Solution
Correct Answer: Option B
- প্যারিস প্যাক্ট (Paris Pact) বা ব্রিয়ান্ড-কেলগ চুক্তি (Kellogg-Briand Pact) আনুষ্ঠানিকভাবে ১৯২৮ সালের ২৭ আগস্ট প্যারিসে সাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধকে আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা।
চুক্তির মূল তথ্য:
প্রস্তাবক: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিয়ান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক বি. কেলগ।
স্বাক্ষরকারী দেশ: প্রাথমিকভাবে ১৫টি দেশ (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, জাপান 등); পরবর্তীতে মোট ৬৩টি দেশ অনুসমর্থন করে।
প্রধান ধারা: রাষ্ট্রসমূহ যুদ্ধের মাধ্যমে জাতীয় নীতি অনুসরণ থেকে বিরত থাকতে সম্মত হয় (অনুচ্ছেদ ১)।