আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-

A ১৯৭২সনের ১২ আগষ্ট

B ১৯২৮ সনের ২৭ আগষ্ট

C ১৯২৮ সনের ৩ নভেম্বর

D ১৯২৯ সনের ৫ জানুয়ারী

Solution

Correct Answer: Option B

- প্যারিস প্যাক্ট (Paris Pact) বা ব্রিয়ান্ড-কেলগ চুক্তি (Kellogg-Briand Pact) আনুষ্ঠানিকভাবে ১৯২৮ সালের ২৭ আগস্ট প্যারিসে সাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধকে আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা।

চুক্তির মূল তথ্য:
প্রস্তাবক: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিয়ান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক বি. কেলগ।

স্বাক্ষরকারী দেশ: প্রাথমিকভাবে ১৫টি দেশ (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, জাপান 등); পরবর্তীতে মোট ৬৩টি দেশ অনুসমর্থন করে।

প্রধান ধারা: রাষ্ট্রসমূহ যুদ্ধের মাধ্যমে জাতীয় নীতি অনুসরণ থেকে বিরত থাকতে সম্মত হয় (অনুচ্ছেদ ১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions