Solution
Correct Answer: Option C
বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ কাজী আব্দুল ওদুদ মুক্তিবুদ্ধির আন্দোলন এর অন্যতম কর্ণধার। তিনি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং শিখা পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ‘শ্বাশত বঙ্গ’ তার রচিত একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলো- কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল প্রতিভা, কবিগুরু গ্যেটে ইত্যাদি। গ্রামীণ জীবনের দ্বন্দ্ব, কলহ, বিবাদ আর মিলনের প্রতিচ্ছবি নিয়ে রচিত তার বিখ্যাত উপন্যাস ‘নদীবক্ষে’।