কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ?

A ক্ষণজন্মা

B অশ্রুমুখী

C চুড়ি-হাতে

D চিরুনদাঁতি

Solution

Correct Answer: Option D

চিরুনদাঁতি= চিরুনির মতো দাঁত যার।
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর= বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে= হাতেখড়ি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions