‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

A সমাপ্তি

B দেনা পাওনা

C পোস্ট মাস্টার

D মধ্যবর্তিনী

Solution

Correct Answer: Option A

- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা ‘মৃন্ময়ী’ এবং নায়ক ‘অপূর্বকৃষ্ণ’।
- অন্যদিকে তার ‘দেনাপাওনা’ ছোটগল্পের নায়িকা ‘নিরু’,
- ‘পোস্টমাস্টার’ গল্পের বালিকা চরিত্র ‘রতন’ এবং
- ‘মধ্যবর্তিনী’ গল্পের নায়িকা ‘হরসুন্দরী’ ও ‘শৈলবালা’ এবং নায়ক ‘নিবারণ’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions