‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

A শওকত ওসমান

B জহির রায়হান

C শহিদুলল্লাহ কায়সার

D রশিদ করিম

Solution

Correct Answer: Option D

- রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো ‘উত্তম পুরুষ’।
- ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত।
- তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- প্রসন্ন পাষাণ (১৯৬৩), আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি ইত্যাদি।
- শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৬৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি।
- জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি।
- শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions