নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

A মারমা

B সাওতাল

C খাসিয়া

D গারো 

Solution

Correct Answer: Option B

• অপশনে প্রদত্ত চারটি উপজাতির মধ্যে মারমা ও সাঁওতাল উভয়ই পিতৃতান্ত্রিক। কিন্তু মারমা পিতৃতান্ত্রিক হলেও মায়ানমার থেকে আগত উপজাতি। প্রশ্নে বাংলাদেশী পিতৃতান্ত্রিক উপজাতির নাম চেয়েছে এজন্য উত্তর সাঁওতাল।

• খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। 
• বাংলাদেশে বসবাসরত ৫০টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া ব্যতীত সকল উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions