কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

A ব্রাজিল

B আর্জেন্টিনা

C পেরু

D লাটভিয়া

Solution

Correct Answer: Option D

আমেরিকা মহাদেশের রোমান ভাষাভাষী অধ্যুষিত অংশকে ল্যাটিন আমেরিকা বলে । ল্যাটিন ভাষা হতে উদ্ভুত ভাষা (যেমন- স্প্যানিস, পর্তুগিজ এবং ফ্রেঞ্চ) কে রোমান ভাষা বলে।
ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশগুলো হলো :
১. আর্জেন্টিনা,
২. বলিভিয়া,
৩. চিলি,
৪. কোস্টারিকা,
৫. ব্রাজিল,
৬. কলম্বিয়া,
৭. কিউবা,
৮. ডোমিনিকান প্রজাতন্ত্র,
৯. ইকুয়েডর,
১০. এলসালভেদর,
১১. গুয়েতমালা,
১২. হন্ডুরাস,
১৩. মেক্সিকো,
১৪. পেরু,
১৫. পানামা,
১৬. প্যারাগুয়ে,
১৭. নিকারাগুয়া,
১৮. পোর্টেরিকো,
১৯. উরুগুয়ে ও
২০. ভেনিজুয়েলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions