IAEA-এর বর্তমান মহাপরিচালক-

A মোহাম্মদ আল বারাদি

B আমর মুসা

C ইউকিয়ো আমানো

D রাফায়েল মারিয়নো গ্রোসি

Solution

Correct Answer: Option D

- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency.
- এর বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়নো গ্রোসি ৩ ডিসেম্বর ২০১৯ থেকে দায়িত্ব পালন করতেছেন।
- এটি প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭।
- এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ১৪ নভেম্বর ১৯৫৭ সালে।
- এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য দেশ ১৮০টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions