বেসরকারি বিল কাকে বলে ?

A স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন

B সংসদ সদস্যদের উথাপিত বিল

C বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল

D রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

Solution

Correct Answer: Option B

- মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।
- সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে।
- মন্ত্রীগণ উত্থাপিত বিলকে সরকারি বিল এবং মন্ত্রী ব্যতীত সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। বিল পাশ হলে তা আইনে পরিণত হয়।
- সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিন এবং বেসরকারি বিলের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions