Correct Answer: Option A
- মদন মোহন তর্কালঙ্কার (জন্ম: ১৮১৭ – মৃত্যু: ৯ই মার্চ, ১৮৫৮) ভারতীয় উপমহাদেশের অন্যতম পন্ডিত ব্যক্তিত্ব এবং বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হাসেবে পরিচিত।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং শিশুদের জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন।
- তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)।
- তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে:
‘পাখী সব করে রব, রাতি পোহাইল’;
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’;
‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions