'বনফুল' কার ছদ্মনাম ?

A প্রমথ চৌধুরী

B বলাইচাঁদ মুখোপাধ্যায়

C যতীন্দ্রমোহন বাগচী

D মোহিতলাল মজুমদার

Solution

Correct Answer: Option B

- বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৯ জুলাই, ১৮৯৯ - ৯ ফেব্রুয়ারি, ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি।
- সাহিত্য জগতে তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। 
- পেশায় ডাক্তার এই লেখক সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরন করলেও তার স্বচ্ছন্দ দক্ষতার অসাধারন পরিচয় পাওয়া যায় ছোটগল্পে।

কিছু উল্লেখযোগ্য লেখকের ছদ্মনাম নিম্নরুপ- 
- মীর মোশাররফ হোসেন - গাজী মিয়া
- রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ
- প্রমথ চৌধুরী - বীরবল
- প্যারীচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর
- বলাইচাঁদ মুখোপাধ্যায় - বনফুল
- বিমল ঘোষ - মৌমাছি
- রাজশেখর বসু - পরশুরাম
- সমরেশ বসু - কাল্কূট
- সুনীল গঙ্গোপাধ্যায় - নীল লোহিত
- কাজেম আল কোরায়েশী - কায়কোবাদ
- কালী প্রসন্ন সিংহ - হুতোম পেঁচা
- ফররুখ আহমদ - বানভট্ট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions