বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
A পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরন থাকে
B পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
C বিদ্যুৎস্পৃষ্ট হলেও পাখী মরে না
D মাটির সঙ্গে সংযোগ হয় না
Solution
Correct Answer: Option D
- বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কারণ মাটির সঙ্গে সংযোগ হয় না।
- বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না কারণ বর্তনী সম্পূর্ণ হয় না।
- বর্তনী সম্পূর্ণ করার জন্য ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংযোগ প্রয়োজন।
- বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎ প্রবাহিত হয় তারের মাধ্যমে। পাখি যখন তারে বসে, তখন তারের বিদ্যুৎ পাখির দেহের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। কারণ পাখির দেহ মাটির সাথে সংযুক্ত থাকে না। মাটি বিদ্যুতের ভালো পরিবাহী। মাটির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বর্তনী সম্পূর্ণ হয়।
- কিন্তু যদি পাখি অন্য তার স্পর্শ করে কিংবা ভূ-সংযুক্ত কোনো পরিবাহীর সংস্পর্শে আসে, তাহলে বর্তনী সম্পূর্ণ হবে। এর ফলে বিদ্যুৎ পাখির দেহের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যাবে।
উৎস: সাধারন বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।