সালোকসংশ্লেষনে সবচেয়ে বেশি হয় -
A লাল আলোতে
B নীল আলোতে
C সবুজ আলোতে
D বেগুনি আলোতে
Solution
Correct Answer: Option A
• সালোক সংশ্লেষণের জন্য চারটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে -
- আলো
- ক্লোরোফিল
- পানি ও
- কার্বন-ডাই-অক্সাইড।
এগুলোর মধ্যে সবুজ গাছ কার্বন-ডাই-অক্সাইড বায়ু থেকে গ্রহন করে থাকে।
• সালোকসংশ্লেষনে সবচেয়ে বেশি হয়--লাল আলোতে।