দ্বৈত শাসন পদ্ধতি কখন আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল?
A ১৭৫৭
B ১৭৭২
C ১৭৮৪
D ১৭৬৫
Solution
Correct Answer: Option B
ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৮৫):
১৭৭২-১৭৭৪:
- কলকাতাকে রাজধানী করেন (১৭৭২)
- দ্বৈত শাসনের অবসান ঘটান
- পাঁচশালা/পাঁচসনা বন্দোবস্ত (১৭৭২-৭৬) চালু করেন (৫ বছরের জন্য খাজনা ব্যবস্থাপনা)
- ব্রিটিশ Regulating Act বা নিয়ামক আইনের মাধ্যমে প্রথম গভর্নর জেনারেল হন