কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়?
A ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬
B ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩
C র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩
D আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
Solution
Correct Answer: Option D
- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী।
- ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় ।
- ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।