ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায় কোন যন্ত্র দিয়ে?
A ব্যারোমিটার
B সেক্সট্যান্ট যন্ত্র
C ভূ-উপগ্রহ
D রিখটার যন্ত্র
Solution
Correct Answer: Option D
- যে যন্ত্র দিয়ে ভূকম্পনের মাত্রা মাপা হয় ও রেকর্ড করা হয় তার নাম সিসমোগ্রাফ।
- সিসমোগ্রাফে ব্যবহৃত স্কেলের নাম রিখটার স্কেল।
- রিখটার স্কেলে শূন্য থেকে ১০ পর্যন্ত সংখ্যা রয়েছে।
- প্রতি এক সংখ্যা বৃদ্ধির জন্য ভূমিকম্পের উচ্চতর যে মাত্রা প্রকাশিত হয় তা আসলে পূর্ববর্তী সংখ্যার চেয়ে ১০ গুণ বড় এবং বিধ্বংসী হয়।