নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?

A ইউরাসিল

B গোয়ানিন

C পিরিডক্সিন

D এ্যাসপারাজিন

Solution

Correct Answer: Option B

- DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়।
- নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়।
- কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে।
- DNA-তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions