'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Solution
Correct Answer: Option B
- কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) রচিত কয়েকটি কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২), ‘দোলন চাঁপা’ (১৯২৩), ‘সিন্ধু হিন্দোল’ (১৯২৭), ‘বিষের বাঁশী’ (১৯২৪), ‘ভাঙ্গার গান’ (১৯২৪), ‘ছায়ানট’ (১৯২৪), ‘প্রলয় শিখা’ (১৯৩০), ‘পূবের হাওয়া’ (১৯২৫), ‘সর্বহারা’ (১৯২৬)।
- ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ (১৯৪৪), ‘মুহূর্তের কবিতা’ (১৯৬৩)।
- ছান্দসিক কবি আব্দুল কাদিরের কবিতা গ্রন্থ ‘দিলরুবা’ (১৯৩৩), ‘উত্তর বসন্ত’ (১৯৬৭)।
- পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের স্বাক্ষরকারী বন্দে আলী মিয়ার রচিত কাব্যগ্রন্থ ‘ময়নামতির চর’ (১৯৩২), ‘অনুরাগ’ (১৯৩২)।