ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
A যকৃত
B থাইরয়েড গ্রন্থি
C পিটুইটারি গ্রন্থি
D অগ্ন্যাশয়
Solution
Correct Answer: Option D
- ‘প্যানক্রিয়াস’ (Pancreas)-এর বাংলা প্রতিশব্দ ‘অগ্ন্যাশয়’।
- মানব দেহের ‘প্যানক্রিয়াস’ নামক গ্রন্থির ‘আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স’ নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ‘ইনসুলিন’ নিঃসৃত হয়।