পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটা তৈরি করে?

A কমপ্যাক, ১৯৮৫

B এপসন, ১৯৮১

C আইবিএম, ১৯৮৩

D অ্যাপল, ১৯৭৭

Solution

Correct Answer: Option B

- ল্যাপটপ আকারে ছোট তাই কোলের মধ্যে নিয়ে কাজ করা যায় এবং এই computer এ ব্যাটারি থাকে বলে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করতে হয় না।
- ১৯৮১ সালে ‘এপসন’ কোম্পানি প্রথম Laptop computer প্রবর্তন করে।
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions