কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?

A এমন সুখের মরণ কে মরতে পারে ?

B এমন কষ্টের মরণ কেউ কি চায়?

C এমন সুখের মরণ কে না চায়?

D উপরের কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাতৃর্থক কর্মপদ বলে।
 যেমনঃ
-এমন সুখের মরণ কে মরতে পারে ?
-আর কত খেলা খেলবে, বেশ এক ঘুম ঘুমিয়েছি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions