এক গ্রাম পানির তাপমাত্রা ২০ হতে ৩০ ডিগ্রী সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?

A ১০ ক্যালরি

B ২ ক্যালরি

C ৩ ক্যালরি

D ৪ ক্যালরি

Solution

Correct Answer: Option A

আমরা জানি, 
কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ = বস্তুর ভর x আপেক্ষিক তা x তাপমাত্রার পার্থক্য । 
এখানে, 
পানির ভর = ১ গ্রাম, 
আপেক্ষিক তাপ = ১ ক্যালরি /গ্রাম /ডিগ্রী সেলসিয়াস = ১০ ডিগ্রী সেলসিয়াস । 
∴ প্রয়োজনীয় তাপের পরিমাণ 
=১ x ১ x ১০ ক্যালরি 
= ১০ ক্যালরি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions