গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
A ফখরুদ্দিন মোবারক শাহ্
B হোসেন শাহ্
C শায়েস্তা খাঁ
D ঈশা খাঁ
Solution
Correct Answer: Option B
- গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহ এর আমলে।
- তার পুরো নাম আলাউদ্দিন হোসেন শাহ।
- তিনি হোসেন শাহী বংশের শাসক ছিলেন।
- হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) বাংলার হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা।