'ডেভিস কাপ' কোন খেলায় দেয়া হয়?

A ব্যাডমিন্টন

B লন টেনিস

C টেবিল টেনিস

D ক্রিকেট

Solution

Correct Answer: Option B

- ডেভিস কাপ (Davis Cup) পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা বিশেষ।
- আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) কর্তৃক এ প্রতিযোগিতা পরিচালিত হয়।
- সাংবাৎসরিক ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের সেরা জাতীয় দলগুলো একত্রিত হয়ে একে-অপরের বিরুদ্ধে নক-আউট ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions