দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
A নাফ
B তেতুলিয়া
C আড়িয়াল খাঁ
D হাড়িয়াভাঙ্গা
Solution
Correct Answer: Option D
- দক্ষিণ তালপট্টি একটি দ্বীপ।
- এ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
- দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
- বর্তমানে এটি বিলুপ্ত।