Correct Answer: Option D
♦ বিগবেন-বৃটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত বিখ্যাত বড় ঘড়ি।
♦ ওয়েস্ট মিনিস্টার অ্যাবে-লন্ডনে অবস্থিত । বিখ্যাত ব্যাক্তি ও অজ্ঞাতনামা যোদ্ধাদের সমাধিক্ষেত্র।
♦ গ্রীনিচ-ইংল্যান্ডে অবস্থিত । মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে গিয়েছে । এখানে স্ট্যান্ডার্ড সময় গণনা করা হয়।
♦ বন্ডস্ট্রীট-লন্ডনে অবস্থিত । জুয়েলারী ও টেইলারিং দোকানের জন্য বিখ্যাত।
♦ ১০ নং ডাইনিং স্ট্রীট-বৃটেনের সাবেক প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
♦ হোয়াইট লজ-ইংল্যান্ডে অবস্থিত রাজা অষ্টম এডওয়ার্ডের জন্মভূমি।
♦ ব্লাক কান্ট্রি-ইংল্যান্ডের দক্ষিণ স্টেফোর্ডকে বুঝায় । কয়লার খনি এবং ধোঁয়ার জন্য এরূপ নামকরন করা হয়েছে।
♦ হোয়াইট হল-লন্ডনে অবস্থিত বৃটিশ সরকারের সদর দপ্তর।
♦ স্কটল্যান্ড ইয়ার্ড-লন্ডনে অবস্থিত পুলিশের সদর দপ্তর।
♦ ট্রাফালগার স্কোয়ার-লন্ডনে অবস্থিত । বিজয় উৎবের জন্য বিখ্যাত।
♦ উইম্বলডন-লন্ডনে অবস্থিত । লন টেনিস খেলার জন্য স্থানটি বিখ্যাত।
♦ হাইড পার্ক-লন্ডনে অবস্থিত । মুক্তাঙ্গন নামে পরিচিত । এখানে যার যা ইচ্ছা বলতে পারে।
♦ ওভাল-লন্ডনে অবস্থিত । ক্রিকেট গ্রাউন্ডের জন্য।
♦ ফ্লিট স্ট্রিট-লন্ডনে অবস্থিত; সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত।
♦ বুশ হাউজ-লন্ডনে অবস্থিত বিবিসির কার্যালয়।
♦ বাকিংহাম প্যালেস-লন্ডনে অবস্থিত বৃটেনের রাণীর বাসভবন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions