প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

A আলাওল

B সৈয়দ সুলতান

C মুহাম্মদ খান

D শাহ্ মুহাম্মাদ সগীর

Solution

Correct Answer: Option D

শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি।
- মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম।
- তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন।
- কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী।
- কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ্য করা যায়।
- সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে।
- বাইবেল-কুরআন কিংবা ফিরদৌসী-জামীর অনুসরণে কাহিনী-কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালী-জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions