"আমরা সবাই রাজা" গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে?
A রাজা নাটক
B নটিরপূজা নাটক
C রক্তকরবী নাটক
D সবাই রাজা নাটক
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
- "আমরা সবাই রাজা" গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের "রাজা" নাটক থেকে সংকলন করা হয়েছে।
- এই নাটকটি একটি রূপক-সাংকেতিক নাটক যা ১৯১০ সালে রচিত হয়েছিল।