নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
Solution
Correct Answer: Option C
- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদির নাম অনিলা দেবী।
- নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর স্থান সম্পর্কিত ক্ষুদ্র পুস্তিকা ‘নারীর মূল্য’ অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন।
অন্যদিকে,
আব্দুল করিম – সাহিত্য বিশারদ
নীহাররঞ্জন গুপ্ত – বানভট্ট
প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর
বলাইচাঁদ মুখোপাধ্যায় -বনফুল
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ